Monday, January 3, 2022

new github account code push error unable to access origin

 যদি  আপনার  দুইটা  গিটহাব  একাউন্ট  থাকে  ধরুন  আপনার  আগে  একটা  ছিল  সেইটা  লগআউট  হয়ে  নতুন  একটা  গিটহাব  একাউন্ট  লগইন   করে  একটা  রিপোজিটরি ক্রিয়েট করে  কোড  পুশ  করতে  গেলেন  তাহলে  এই  এরর  টা  দিবে 



 এই  এরর  এর  জন্য  আপনাকে   কয়েকটা  স্টেপ  শুধু  ফলো  করতে  হবে 


স্টেপ  ১ => সার্চ  গিয়ে  credential manager এইটা  লিখতে  credential manager আসবে  সেইটাই  ক্লিক  করে  উইন্ডোস  ক্রেডিয়ানশিয়াল থেকে থেকে  গিটহাব  খুঁজে  বের  করে  আগের  টা  রিমুভ  করে  দিবেন  



স্টেপ ২=> স্টেপ ১ ফলো  করার  পর  শুধু  আপনার  টার্মিনাল এ এসে  আগে  যদি  গিট্  পুশ  করার  ট্রাই  করে  থাকেন  তাহলে 


rm -rf .git <= টার্মিনালে এই কমান্ড টি দিলে .git ফোল্ডার টি রিমুভ হয়ে যাবে।

এর পর থেকে গিটহাবের কমান্ড গুলো আবার প্রথম থেকে দেওয়া যাবে। 

Or

This pc ওপেন করে প্রজেক্টের ফোল্ডারে গিয়ে .git ফোল্ডার টি ডিলিট করে দিলে ও হবে। তবে এক্ষেত্রে যদি ফাইল টি হিডেন করা থাকে তখন দেখা যাবে না। তাহলে উপর থেকে view অপশন এ যেতে হবে। তারপর current view কমান্ড গ্রুপ থেকে Hidden Items এ চেক করে দিতে হবে। এতে .git আনহিডেন হয়ে দেখা যাবে।


No comments:

Post a Comment

Time complexity banter with software engineers

  As much as the name of software engineer sounds fancy, its work is also very complicated. A problem can be solved in many ways. But it is ...