Step ১: প্রথমে যে রিপোজিটরি ডিলিট করবেন সেটাই যাবেন।
Step ২: সেটিংস এ ক্লিক করবেন
Step ৩: সেটিংস বাটন এ ক্লিক করার পর যে পেজ আসবে সেটা স্ক্রল করে একদম নিচে আসবেন তাহলে ডিলিট বাটন দেখতে পারবেন। সেটাতে ক্লিক করবেন
Step ৪: ডিলিট বাটন এ ক্লিক করলে একটা পপআপ ওপেন হবে। সেটাতে মার্ক করা বোল্ড টেক্সট টা কপি করবেন(এক এক জনের রিপোজিটরিতে নাম উনুযায়ী ভিন্ন ভিন্ন টেক্সট থাকবে)। এরপর নিচের ইনপুট ফিল্ড এ সেটা পেস্ট করবেন।
Step ৫: ইনপুট ফিল্ড এ টেক্সট পেস্ট করলে বা টাইপ করে লিখার পর খেয়াল রাখবেন টেক্সট শুরু হওয়ার আগে এবং পরে বাড়তি স্পেস দেওয়া হয়েছে কিনা। যদি স্পেস দেওয়া হয় তাহলে delete বাটন টা এনাবল হবে না।
Step ৬: ডিলিট বাটন এনাবল হলে সেটাই ক্লিক করবেন।
Step ৭: এরপর কনফার্ম পেজ এ নিয়ে যাবে। সেটাতে পাসওয়ার্ড অপশন আসলে আপনার গিটহাব পাসওয়ার্ড দিবেন (অনেক সময় পাসওয়ার্ড দিতে হবে না এ নিয়ে চিন্তিত হবেন না)। তাহলেই ডিলিট হয়ে যাবে।
its really helpfull
ReplyDelete