সমাধানঃ এই সমস্যাটি হতে পারে কারণ অনেক সময় ssh-agent পিসি রিস্টার্ট দিলে চলে যায়। ssh-agent এ আপনার key যোগ করা আছে কিনা তা চেক করতে হবে, যদি key না থাকে তাহলে সেটা এড করতে হবে:
১. প্রথমে এই কমান্ডটি দিনঃ ssh-add -l -E md5
২. যদি আউটপুট হিসেবে এটা আসে The agent has no identities তাহলে বুঝতে হবে key রিমুভ হয়ে গেছে।
৩. এরপর এই কমান্ডটি দিতে হবেঃ ssh-add ~/.ssh/git_rsa
ব্যাস! কাজ শেষ।
No comments:
Post a Comment